এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।
মো. জসিম উদ্দিন
নাম | Resource Integration centre (RIC) | ||
লগো | |||
চেয়ারম্যান/ প্রেসিডেন্ট | S N H S Shakawat Hossain | ||
নির্বাহী পরিচালক | Abul Haseeb Khan | ||
প্রধান কার্যালয় | বাড়ী নং ২০, রোড নং ১১ নতুন (পূরাতন-৩২), ধানমন্ডি-আবাসিক এলাকা, ঢাকা-১২০৯ ফোনঃ ৮৮-০২-৫৮১৫২৪২৪, ফ্যাক্সঃ ৮৮০-২-৮১১৪০৩৪ ই-মেইল: info@ric-bd.org | ||
স্থানীয় কার্যালয় | মদনপুর (নাজিমউদ্দীন কলেজ সংলগ্ন) বন্দর, নারায়নগঞ্জ/ EHNSM প্রকল্প অফিস-বাগবাড়ী, রূপসী, তারাব পৌরসভা, রূপগঞ্জ, নারায়নগঞ্জ। | ||
আমাদের সর্ম্পকে | রিসোর্স ইন্টিগ্রেশন সেন্টার (রিক) একটি জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা। প্রতিষ্ঠানটি ১৯৮১ সালে একদল বিশিষ্ট সমাজসেবক কর্তৃক প্রতিষ্ঠিত হয়, যারা বাংলাদেশে জাতীয় উন্নয়নের প্রচেষ্টাকে সমর্থন করার জন্য আগ্রহী ছিল।রিক বিশেষত গ্রামীণ খাতের বিকাশ ও নারীদের উন্নয়নেকাজ করছে,গ্রামীণ মহিলাদের জন্য ত্রাণ, পুনর্বাসন এবং আর্থিক সহায়তা প্রদান কর্মসূচির মাধ্যমে অপারেশন শুরু করে। উদ্ভাবন-ত্যাগ এবং কঠোর পরিশ্রমের মাধ্যমে, অগ্রগতি এবং বৈচিত্রের মাধ্যমে দেশজুড়ে বহু উন্নয়নমূলক ক্ষেত্রে সক্রিয় থেকে ’রিক’ বর্তমানে দেশের ৪০টি জেলায়- গ্রামীণ ও শহুরে উভয় অঞ্চলে লক্ষিত উন্নয়ন প্রকল্পগুলি সফলভাবে বাস্তবায়ন করছে। দুর্যোগ ঝুঁকি হ্রাস থেকে শুরু করে শ্রমজীবী শিশুদের অনানুষ্ঠানিক শিক্ষার ব্যবস্থা করা; বিশেষতবাংলাদেশের প্রবীণ ব্যক্তিদের জীবন-উন্নয়ন প্রয়াসে অগ্রণী থেকে আরও কয়েকটি এনজিও’র সাথে তাদের প্রতিভা এবং বিশেষ প্রয়োজনগুলোর স্বীকৃতির লক্ষ্যযুক্ত প্রোগ্রাম ডিজাইন করেছে। সংস্থার সাফল্যকে ক্রমাগত উন্নতির প্রক্রিয়ায়পরিচালনা ও কর্মীদের প্রতিশ্রæতিবদ্ধতা এবং সকল কাজে সেরা অনুশীলনের দ্বারা সমাজ তথা উন্নয়ন খাতে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেয়ার সংগঠনিক দক্ষতা অর্জিত হয়েছে। দেশের দরিদ্র ও দুর্বল জনগোষ্ঠীর লোকদের মধ্যে কাজ সম্পাদনের জন্য রিক প্রাথমিকভাবে সমাজকল্যাণ বিভাগ, পরবর্তীতে বিদেশী তহবিল ব্যবহারের জন্য এনজিও বিষয়ক ব্যুরোতে এবং মাইক্রো ক্রেডিট পরিচালনার জন্য মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি কর্তৃক নিবন্ধিত হয় । রিক-এ কয়েক হাজার কর্মী রয়েছে এবং উন্নয়নের লক্ষ্য অর্জনে আরও অনেক স্বেচ্ছাসেবককে সংগঠিত করতে সক্ষম। বঙ্গোপসাগরের বিচ্ছিন্ন দ্বীপ থেকে শুরু করে রাজধানীর প্রাণকেন্দ্রের দারিদ্র্যপীড়িত অঞ্চলগুলিতে, রিক বাস্তব ফলাফল অর্জনের ভিত্তিতে একটি শক্ত খ্যাতি প্রতিষ্ঠা করেছে। সংখ্যালঘু জাতি-গোষ্ঠী, শ্রমজীবী শিশু এবং তাদের অভিভাবক, দরিদ্র, ভূমিহীন বা প্রবীণদের সাথে একত্রে কাজ করার কারনে প্রকল্পগুলি কয়েকটি গ্রæপকে সহায়তা করেছে। দাতা সংস্থা, সরকার, অন্যান্য এনজিও এবং স্টেকহোল্ডারদের সকল স্তরের সাথে কৌশলগত জোটবদ্ধতা এবং অংশীদারিত্ব গঠনের মাধ্যমে, রিকএদেশে উন্নয়নের লক্ষ্য উপলব্ধি করতে সক্ষম হয়েছে। অত্র জেলায় রিক একটি বেসরকারী সংস্থা হিসাবে প্রতিষ্ঠিত পিকেএসএফ ও ব্যাংক এর অর্থায়নে ঋণ কার্যক্রম বাস্তবায়ন করছে। তাছাড়া দাতা সংস্থা ইউরোপিয়ান ইউনিয়নের আর্থিক সহযোগিতায় রূপগঞ্জ উপজেলার ‘তারাব পৌরসভা’য় EHNSM’ প্রকল্পটি বিগত ফেব্রæয়ারী ২০১৮ সন থেকে তারাব পৌরসভার সাথে সমন্বয়করে বাস্তবায়ন করে আসছে। | ||
কর্মরত কর্মীর সংখ্যা | নারায়নগঞ্জ জেলায় ৪৮ জন (পুরুষ-৪১, মহিলা-৭) | ||
মিশন | • RIC’s mission is to alleviate poverty through human resource mobilization and socio-economic development in its broadest sense. • RIC aims to stabilize and improve the quality of life of people at the grassroots level of society and to ensure the steady rise of the Human Development Index through the promotion of socio-economic progress. • RIC believes in the realization of human rights (including gender equity) by fostering political and self-empowerment for the most disadvantaged in our community. | ||
ভিশন | RIC's vision is to establish a happy and prosperous Bangladesh based on equal rights and strong democratic values. | ||
যোগাযোগকারি কর্মকর্তা | তাজুল ইসলাম, এরিয়া ম্যানেজার, মোবাইল ঃ ০১৯৮৪৪৪০১২৯ ই-মেইল- narayanganj@ric-bd.org মোঃ নাসির উদ্দিন সিকদার, প্রজেক্ট কো-অর্ডিনেটর, মোবাইল নং ০১৭৭৫৪১৬৮৪১, ই-মেইল-nasir_sikder@yahoo.com | ||
ওয়েব সাইট | https://www.ric-bd.org/ | ||
নিবন্ধন নম্বর | সমাজ কল্যাণ বিভাগ, ঢ-০১১৬৪ এনজিও বিষয়ক ব্যুরো, ১৭৭ মাইক্রো-ক্রেডিট রেগুলেটরী অথারিটি, ০০৩৪৯-০১৩৭৫-০০১৬৭ PADORরেজিষ্ট্রেশন, ইউ-২০০৯- EBP ০৪০৬২৮০৭০২ Tax Identification number (TIN )- ৭৮৮৪৯৭৯২৩৭৪৯/ Cir -১০১ (company)Tax Zone-05, Dhaka | ||
চলমান প্রকল্পসমূহ | মাইক্রোফাইন্যান্স প্রোগ্রাম (ক্ষুদ্রঋণ, প্রবীন কল্যাণ ও স্যানিটেশন কর্মসূচী) | ||
চলমান প্রকল্পসমূহের সংক্ষিপ্ত বিবরণ | এনহান্সিং হেল্থ এন্ড নিউট্রিশন সার্ভিসেস ফর দি আরবান পুওর পিপল অব সিলেক্টেড মিউনিসিপালিটিজ অব বাংলাদেশ (EHNSM) প্রকল্প, | ||
সমাপ্ত প্রকল্পসমূহ | প্রযোজ্য নয়। | ||