নোটিশ বোর্ড
এক্সক্লুসিভ ভিডিও
জেলা প্রশাসক
মোহাম্মদ মাহমুদুল হক,
জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।
নারায়ণগঞ্জ জেলার এনজিও বিষয়ক ওয়েব পোর্টালে আপনাকে স্বাগতম
জেলা প্রশাসন নারায়ণগঞ্জ এর তত্ত্বাবধানে নারায়ণগঞ্জ জেলার যে কয়টি এনজিও তাদের বিভিন্ন কার্যক্রম চালাচ্ছে সে সকল এনজিও সমূহের তথ্যবলী একটি প্লাটফরমে নিয়ে আসা এবং একটি ওয়েব সাইটে সকল এনজিও, সরকারী-বেসরকারী ও জাতিসংঘের অঙ্গসংস্থা সমূহের উন্নয়ন কার্যক্রমকে আলাদা আলাদা কনটেন্টে সংরক্ষন ও প্রকাশের সুবিধার্থে নারায়ণগঞ্জ জেলার সম্মনিত জেলা প্রশাসকের প্রধান পৃষ্ঠপোষকতায় এই ই পোর্টালটি খোলা হয়েছে।
এই ওয়েব পোর্টালটি ব্যবহারের মাধ্যমে বিভিন্ন উন্নয়ন কর্মী ও সহযোগী সংস্থার জন্য প্রয়োজনীয় বেইজলাইন তথ্যও পাওয়া যাবে । এডভান্স সার্চের মাধ্যমে পোর্টালটি হতে এনজিও সমূহের তাদের ধরণ,প্রকল্পের ধরণ,কর্মএলাকা,এফিলিয়েশন ফান্ডিং এর প্রকার, রেজিস্ট্রেশন অথরিটি ইত্যাদির ভিত্তিতে ফিল্টারিং এর মাধ্যমে চাহিত তথ্যাদি খুব সহজেই পাওয়া সম্ভব । এনজিও সম্পর্কিত যে কোন অভিযোগ যে কেউ অনলাইনে দাখিল করতে পারবেন।
জেলা প্রশাসনের সাথে এনজিও সমূহের মাসিক সমন্বয় সভার ই-নোটিশ প্রেরণ এবং উক্ত সভার ই-এটেন্ডেন্স সংরক্ষনের সুবিধা সম্বলিত এই তথ্যজানালার মাধ্যমে এনজিও সমূহের কার্যক্রমের অগ্রগতি প্রতিনিয়তই মনিটরিং করা হয়। এনজিও সমূহ তাদের মাসিক বা অন্যান্য সাময়িক প্রতিবেদন অনলাইনে দাখিল করতে পারবেন এবং অনলাইনে প্রাপ্ত কার্যক্রম মনিটরিং এর ফলাফলের ভিত্তিতে অটো জেনারেটেড প্রত্যয়ন পত্র আবেদনের মাধ্যমে সংগ্রহ করতে করতে পারবেন।
ওয়েব পোর্টালটিতে বিভিন্ন এনজিও সমূহের নিজস্ব ওয়েবসাইটের লিংক বিদ্যমান থাকাতে এনজিও পোর্টালটি একটি ওয়েবসাইট পুঞ্জ হিসেবে কাজ করবে। এনজিও সমূহ নারায়ণগঞ্জ জেলায় কিভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে তার বিস্তরিত তথ্য ও রূপরেখা পাওয়া যাবে এই পোর্টালে।
পোর্টালটির মাধ্যমে এনজিও সমূহের স্বচ্ছতা ও জবাবদিহিতা মনিটরিং অথরিটির কাছে যেমন অনেকটাই স্পষ্ট তেমনি আপনার নিকট এর কার্যক্রম হবে দৃশ্যমান। আমরা সবসময় আপনার সুচিন্তিত ও গঠনমূলক মতামতকে উৎসাহিত করি ও স্বাগত জানাই।