এন. জি. ও পোর্টাল নারায়ণগঞ্জ – এর শুভ উদ্বোধন করেন ঢাকা বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ জয়নুল বারী মহোদয়।
এন. জি. ও পোর্টালে তথ্য লিপিবদ্ধ করার জন্য তথ্য প্রেরণের আহবান করা যাচ্ছে।
মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা, জেলা প্রশাসক, নারায়াণগঞ্জ।
| নাম | এডাব (এসোসিয়েশন অব ডেভেলপমেন্ট এজেন্সিজ ইন বাংলাদেশ) |
|---|---|
| লগো | ![]() |
| চেয়ারম্যান | আব্দুল মতিন |
| নির্বাহী পরিচালক | একেএম জসীম উদ্দিন |
| প্রধান কার্যালয় | বাড়ী: ১/ই (২য় তলা), উত্তর আদাবর, আদাবর, ঢাকা-১২০৭। ফোন: +৮৮-০২-৪৮১১৩৮৮৩, ৯১০৩৩৩৫ মেইল -adabbd@gmail.com |
| স্থানীয় কার্যালয় | ৫৪/২, এসএম মালী রোড, নারায়নগঞ্জ। |
| আমাদের সর্ম্পকে | এডাব বাংলাদেশে কর্মরত বেসরকারী উন্নয়ন সংস্থাসমূহের একটি সমন্বয়কারী ও প্রতিনিধিত্বকারী সংগঠন। এটি প্রতিষ্ঠিত হয় ১৯৭৪ সালে। মূলত অল্পসংখ্যক বিদেশি সংস্থার উদ্যোগে সীমিত পরিষরে যাত্রা শুরু করলেও স্বল্প সময়ের ব্যবধানে এডাব উন্নয়ন কার্যক্রমে নিয়োজিত বেসরকারী সংস্থাসমূহের শীর্ষ সমন্বয়কারী সংস্থা হিসেবে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠালগ্ন থেকে এডাব সরকার, দাতা সংস্থা, সুশীল সমাজ, গণমাধ্যমসহ অন্যান্য উন্নয়ন অংশিদারদের সাথে সমন্বয় কার্যক্রম অত্যন্ত দৃঢ়তা ও সাফল্যের সাথে সম্পাদন করে আসছে। পাশাপাশি এনজিওদের কাজের সহায়ক পরিবেশ তৈরী এবং সদস্য সংস্থাসমূহের দক্ষতা উন্নয়নেও বিশেষ ভূমিকা পালন করছে। সদস্য সংস্থাসমূহের বিভিন্ন সমস্যাবলি নিয়ে সরকারের সংশ্লিষ্ট বিভাগের সাথে আলোচনা করার পাশাপাশি সরকারের বিভিন্ন জনকল্যানমুখি কার্যক্রমকে সদস্য সংস্থার মাধ্যমে জনগণের কাছে পৌঁছে দেয়া এডাবের অন্যতম কাজ। এছাড়া সংস্থাটি এনজিওদের স্বচ্ছতা ও জবাবদিহিতা তৈরি এবং কৌশলগত সহায়তা প্রদানের লক্ষ্যে সর্বদা কাজ করে যাচ্ছে। সুদীর্ঘ তিন যুগেরও বেশি সময় ধরে ‘এডাব’ দূর্যোগ মোকাবেলা, দারিদ্র্য বিমোচন, সরকারি সেবায় জনগণের অভিগম্যতা বৃদ্ধি ও কৃষি উন্নয়নসহ নানা বিষয়ে সরকারও অন্যান্য অংশিজনদের অর্থবহ সহায়তা দিয়ে আসছে। মুক্তিযুদ্ধের চেতনায় দৃঢ়ভাবে আস্থাশীল একটি প্রতিষ্ঠান হিসেবে এডাব বরাবরই গণতন্ত্র ও সুশাসনের বিকাশে সক্রিয় ভূমিকা পালন করে এসেছে। সর্বোপরি, এনজিওদের স্বার্থ সুরক্ষা এবং এই সেক্টরটিকে দারিদ্র্য বিমোচন ও দরিদ্রদের ক্ষমতায়নের উপযোগী গতিশীল একটি খাত হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে এডাব-এর ভূমিকা দেশ-বিদেশে ব্যাপকভাবে স্বীকৃত ও প্রশংসিত। |
| কর্মরত কর্মীর সংখ্যা | ১৬ জন |
| মিশন | একটি ন্যায় ভিত্তিক, গণতান্ত্রিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মান যা হবে পরিবেশগত ভাবে নির্মল এবং দারিদ্র, নারী-পুরুষসহ সকল প্রকার বৈষম্য ও নিপীড়ন থেকে মুক্ত। |
| ভিশন | একটি টেকসই ও শক্তিশালী এনজিও সেক্টর প্রতিষ্ঠায় সহায়তা করা যা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নারী-পুরুষ সমতা ভিত্তিক সমাজ বির্নিমানে কার্যকর ভূমিকা রাখবে। |
| লক্ষ্য | একটি টেকসই ও শক্তিশালী এনজিও সেক্টর প্রতিষ্ঠায় সহায়তা করা যা ন্যায়ভিত্তিক, গণতান্ত্রিক ও নারী-পুরুষ সমতা ভিত্তিক সমাজ বির্নিমানে কার্যকর ভূমিকা রাখবে। |
| অর্থায়নের উৎস | ব্রেড ফর দি ওয়ার্ল্ড, জার্মানি। |
| যোগাযোগকারি কর্মকর্তা | মো: নূরুল আমিন, বিভাগীয় সমন্বয়কারী (ঢাকা), মোব: ০১৭১৬-৪৫১৬৮০ |
| ওয়েব সাইট | www.adab.org.bd |
| নিবন্ধন নম্বর | এনজিও বিষয়ক ব্যুরোর নিবন্ধন নম্বর: ১১৩। দ্যা রেজিষ্টার অফ জয়েন্ট স্টক কোম্পানিস্ এন্ড ফার্মস্ এর নিবন্ধন নম্বর: এস-১১৭১৪, তারিখ ২১ জুলাই ২০১৩ ইং। |
| চলমান প্রকল্পসমূহ | ‘ষ্ট্রেনদেনিং দি রোল অব এনজিও’স এন্ড সিভিল সোসাইটি অর্গানাইজেশনস (সিএসওস) ফর পিপল সেন্টার্ড এন্ড সাসটেনেবল্ ডেভেলপমেন্ট কন্টিনিউয়েশন’ |
| চলমান প্রকল্পসমূহের সংক্ষিপ্ত বিবরণ | ন্যায়, গণতান্ত্রিক ও নারী-পুরুষ সমতাভিত্তিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সরকারি সংস্থা ও এনজিওদের মধ্যে সমন্বয়সাধন। এনজিওদের কাজের সহায়ক পরিবেশ তৈরীর জন্য সরকার, দাতা সংস্থাস সূশীল সমাজ ও নাগরিক সমাজের অপরাপর অংশের সাথে কার্যকর যোগাযোগ স্থাপন ও এ্যাডভোকেসি করা ও সদস্য এনজিও সমুহের দক্ষতা উন্নয়ন করা। প্রকল্পের মূল কার্যক্রম গুলো হল: সমন্বয় ও নেটওয়ার্কিং: সরকারি সংস্থা, দাতা সংস্থা, বেসরকারি উন্নয়ন সংস্থা ও সামাজিক সংগঠনের মধ্যে সমন্বয় সাধন ও নেটওয়ার্কিং তৈরী জন্য সংলাপ ও সেমিনারের আয়োজন করা। এ্যাডভোকেসি ও ক্যাম্পেইন: এনজিওদরে কাজের সুষ্ঠ পরিবেশ তৈরী এবং স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন ইস্যুতে সরকারি সংস্থা ও দাতা সংস্থার সাথে এ্যাডভোকেসি করা। সদস্য সংগঠনের দক্ষতা উন্নয়ন: সদস্য সংস্থাসমুহের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে প্রশিক্ষণ, কর্মশালা ও কৌশলগত সহায়তা প্রদান করা। বিভিন্ন জাতীয় ও আন্তর্জাতিক দিবস পালন: ন্যায় ভিত্তিক ও অসাম্প্রদায়িক সমাজ বিনির্মানের সাথে সম্পৃক্ত জাতীয় ও আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ দিবস সমূহ পালন করা, যেমন: আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, স্বাধীনতা দিবস, বিজয় দিবস, আন্তর্জাতিক নারী দিবস, বিশ^ পরিবেশ দিবস, আন্তর্জাতিক দারিদ্র বিমোচন দিবস ইত্যাদি। |
| সমাপ্ত প্রকল্পসমূহ |